মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ১২
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ : সপ্ত আকাশ ও সপ্ত যমীন এবং এসবের মধ্যস্থিত যা কিছু রয়েছে সেসবের সৃষ্টি প্রসংগ
(১২) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহর (ﷺ) কাছে কোন বিষয়ে প্রশ্ন করতে আমাদেরকে নিষেধ করা হয়েছিল। ফলে আমাদের বড় ভাল লাগত যদি বেদুঈনদের মধ্য হতে বুদ্ধিমান কোন ব্যক্তি এসে তাঁর কাছে প্রশ্ন উত্থাপন করতো। তখন আমরা তা শুনতাম। একদিন গ্রামাঞ্চল থেকে এক ব্যক্তি এসে বলল, হে মুহাম্মদ, আপনার দূত আমাদের কাছে গিয়ে আমাদেরকে বলেছে যে, আপনি নাকি বলেন, আল্লাহ্ আপনাকে প্রেরণ করেছেন? রাসূল (ﷺ) বলেন, হ্যাঁ, সে ঠিক বলেছে। বেদুঈন বললো, তাহলে আকাশ সৃষ্টি করেছে কে? তিনি বললেন, আল্লাহ্। সে বলল, যমিন সৃষ্টি করেছে কে? তিনি বললেন, আল্লাহ্। সে বলল, এইসব পর্বতমালা কে স্থাপন করেছে এবং তাতে যা কিছু প্রয়োজন তা কে দিয়েছে? তিনি বললেন, আল্লাহ্। সে বলল, তাহলে যিনি আকাশ, যমিন ও এইসব পর্বতমালা সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহর শপথ করে আপনাকে জিজ্ঞেস করছি তিনিই কি আপনাকে প্রেরণ করেছেন? তিনি বলেন, হ্যাঁ।
كتاب خلق العالم
باب ما ورد في خلق السماوات السبع والأرضين السبع وما بينهن
عن أنس بن مالك (1) قال كنا قد نهينا ان نسأل رسول الله صلى الله عليه وسلم عن شئ فكان يعجبنا أن يجئ الرجل من أهل البادية العاقل فيسأله ونحن نسمع، فجاء رجل من أهل البادية فقال يا محمد أتانا رسولك فزعم لنا أنك تزعم أن الله أرسلك، قال صدق، قال فمن خلق السماء؟ قال الله، قال فمن خلق الأرض؟ قال الله، قال فمن نصب هذه الجبال وجعل فيها ما جعل؟ قال الله، قال فبا الذى خلق السماء والأرض ونصب هذه الجبال الله أرسلك؟ قال نعم