মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৬৬
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ : জ্বিন সৃষ্টি ও তাদের সাথে সম্পৃক্ত বিষয়াবলী
(৬৬) জাবির (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ইবলিস তার সিংহাসন স্থাপিত করে পানির উপর (অন্য বর্ণনায় সমুদ্রের মধ্যে)। এরপর বিভিন্ন দিকে সে তার সঙ্গীদের প্রেরণ করে (আদম সন্তানকে পথভ্রষ্ট করার উদ্দেশ্যে)। সুতরাং যে যত বড় ফিৎনা (বিপর্যয়) ঘটাতে পারবে, সে তার কাছে তত বেশী সম্মানিত। তাদের একেক জন উপস্থিত হয়ে বলতে থাকে, আমি এই এই করেছি। সে বলে, তুই কিছুই করিসনি। এবং আর একজন এসে বলে, আমি অমুক ব্যক্তি ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে এসেছি। ইবলিস তাকে কাছে টেনে নেয় এবং কিংবা তিনি বলেছেন, সে তাকে জড়িয়ে ধরে; অথবা বলে, তুই হচ্ছিস আসল কাজের লোক। (আবূ মু'আবিয়া বলেন) সে তাকে তার নৈকট্য দান করে।
(মুসলিম ও অন্যান্য।)
(মুসলিম ও অন্যান্য।)
كتاب خلق العالم
باب ما جاء فى خلق الجن وأمور تتعلق بهم
عن جابر (3) قال قال رسول الله صلى الله عليه وسلم إن أبليس يضع عرشه (4) على الماء (وفى رواية فى البحر) ثم يبعث سراياه (5) فأدناهم منه منزلة (6) أعظهم فتنة يجئ أحدهم فيقول فعلت كذا وكذا (7) فيقول ما صنعت شيئا (8) قال ويجئ أحدهم فيقول ما تركته حتى فرقت بينه وبين أهله قال فيدينه منه (9) أو قال فيلتزمه أو يقول نعم أنت قال أبو معاوية مرة فيدينه منه