মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৭৯
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: একদল জিনের ইসলাম গ্রহণ, রাসূলের (ﷺ) সাথে তাদের সাক্ষাত ও তাঁর কাছ থেকে তাদের কুরআন শ্রবণ
(৭৯) আলকামা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবন মাসউদকে (রা) জিজ্ঞেস করলাম, আপনাদের মধ্যে কেউ কি জ্বিনের রাত্রিতে রাসূলের (ﷺ) সঙ্গী হয়েছিলেন? তিনি বলেন, না আমাদের কেউ সঙ্গী হয়নি। তবে আমরা এক রাত্রিতে রাসূলকে (ﷺ) হারিয়ে ফেলি এবং আমরা বলাবলি করি যে, তাঁকে কি হত্যা করা হয়েছে? তাকে অপহরণ করা হয়েছে? তার কী হয়েছে? সেই রাতটি আমরা কাটাই দারুণ উৎকণ্ঠার সাথে সবচেয়ে খারাপ রাত হিসেবে। কিন্তু রাত যখন ভোর হওয়ার পথে অথবা শেষরাতে আমরা রাসূলকে (ﷺ) দেখতে পাই; তিনি হেরার দিক থেকে আসছেন। তখন আমরা বললাম ইয়া রাসূলাল্লাহ্, এরপর লোকজন তাদের উৎকণ্ঠার কথা বললো। তিনি বললেন, আমার কাছে জ্বিনের একজন দা'ঈ (দাওয়াত দানকারী) এসেছিল; তখন আমি তাদের কাছে যাই এবং তাদের উদ্দেশ্যে কুরআন পাঠ করি। তখন রাসূল (ﷺ) আমাদেরকে নিয়ে (হেরার দিকে) অগ্রসর হলেন এবং আমাকে জ্বিনদের চিহ্নসমূহ ও তাঁদের অগ্নির নিদর্শনসমূহ দেখালেন। (শা'বী নামক জনৈক রাবী বলেন) তারা তাদের খাবার সম্পর্কে প্রশ্ন করে। (ইবন আবী যায়িদাহ বলেন, আমির বলেছেন) তারা তাদের সেই রাতের খাবারের ব্যাপারে প্রশ্ন করে। তিনি বলেন, তারা ছিল আল-জাযীরার জ্বিন। রাসূল (ﷺ) বলেন, তাদের খাবার হল আল্লাহর নামে জবাইকৃত জন্তুর হাড় যা তোমাদের হাতে আসে অথবা যেখানে অনেক মাংস থাকে। আর তোমার চতুষ্পদ জন্তুর বিষ্ঠা বা গোবর দিয়ে ইস্তিঞ্জা (প্রস্রাব বা পায়খানার পর ব্যবহার্য) হিসাবে ব্যবহার করবে না। কারণ তা তোমাদের ভাই জিনদের পাথেয়।
(প্রথম খণ্ডের কিতাবুত ত্বাহারাতে এই হাদীসের ব্যাখ্যা ও উদ্ধৃতি বর্ণিত হয়েছে।।)
(প্রথম খণ্ডের কিতাবুত ত্বাহারাতে এই হাদীসের ব্যাখ্যা ও উদ্ধৃতি বর্ণিত হয়েছে।।)
كتاب خلق العالم
باب ما جاء فى إسلام طائفة من الجن ومقابلتهم للنبى صلى الله عليه وسلم واستماعهم القرآن منه
حدثنا اسماعيل (3) أنا داود وابن أبى زائدة المعنى قالا ثنا داود عن الشعبى عن علقمة قال قلت لابن مسعود هل صحب رسول الله صلى الله عليه وسلم ليلة الجن منكم أحد؟ فقال ما صحبه منا أحد، ولكن قد فقدناه ذات ليلة فقلنا اغتيل استطير ما فعل؟ قال فبتنا بشر ليلة بات بها قوم، فلما كان فى وجه الصبح أو قال فى السحر إذ نحن به يجئ من قبل حراء، فقلنا يا رسول الله فذكروا الذى كانوا فيه، فقال انه أنانى داعى الجن فأتيتهم فقرأت عليهم، قال فانطلق بنا فأرانى آثارهم وأثار نيرانهم، قال وقال الشعبى سألوه الزاد قال ابن أبى زائدة قال عامر فسألوه ليلتئذ الزاد وكانوا من جن الجزيرة، فقال كل عظم ذكر اسم الله عليه يقع فى أيديكم أو فر ما كان عليه لحما، وكان بعرة أوروثة علف لدوابكم: فلا تستنجوا بهما فانهما زاد أخوانكم من الجن