মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়

হাদীস নং: ৯৯
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ : গর্ভে শিশুর সৃষ্টি ও গঠন
(৯৯) আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে আরো বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, বীর্য মাতৃগর্ভে চল্লিশ দিন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় থাকে। চল্লিশ দিন পার হওয়ার পর রক্তপিণ্ডে পরিণত হয়, এরপর এমনিভাবে গোশত পিণ্ডে (মুদ্গাতুন) পরিণত হয়। তারপর হাঁড় সৃষ্টি করা হয়। যখন আল্লাহ্ তা'আলা তার পূর্ণ আকৃতি সৃষ্টি করতে ইচ্ছা করেন, তখন তার কাছে একজন ফেরেশতা প্রেরণ করেন। তখন ফেরেশতারা জিজ্ঞেস করেন, প্রভু, পুরুষ না স্ত্রী? গোনাহগার না নেককার? খাটো না লম্বা? অসম্পূর্ণ অঙ্গবিশিষ্ট না অতিরিক্ত অঙ্গসম্পন্ন? তাঁর খাবার ও হায়াত? সুস্থ না পীড়িত? ফেরেশতা এসব কিছু আল্লাহর নির্দেশমত লিপিবদ্ধ করেন। উপস্থিত লোকজনের মধ্যে একজন জিজ্ঞেস করলো, এই সবকিছুই যদি লিপিবদ্ধ, তবে 'আমল' করা কেন? রাসূল (ﷺ) বললেন, আমল করে যাও। প্রত্যেকেই সেই কর্ম বা আমলই করবে, যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে।
(হাইছামী)
كتاب خلق العالم
باب ما جاء فى خلق الجنين وتكوينه فى الرحم
وعنه أيضا (3) قال قال رسول الله صلى الله عليه وسلم ان النطفة تكون فى الرحم أربعين يوما على حالها لا تغير، فاذا مضت الأربعون صارت علقة ثم مضغة كذلك ثم عظاما كذلك: فاذا أراد الله أن يسوى خلقه بعث اليها ملكا فيقول الملك الذى يليه (4) أى رب اذكر أم انثى؟ اشقى أم سعيد؟ اقصير أم طويل؟ أناقص أم زائد؟ قوته وأجله، أصحيح أم سقيم؟ قال فيكتب ذلك، كله: فقال رجل من القوم فقيم العمل اذا وقد فزغ من هذا كله؟ قال اعملوا فكل سيوجه لما خلق له
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৯৯ | মুসলিম বাংলা