মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
হাদীস নং: ১৪
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ : আল্লাহর নবী সালিহ (আ)
(১৪) 'আবদুল্লাহ ইব্ন যাম'আ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ্ (ﷺ) ভাষণ দেন এবং তাতে ছামূদের সেই উষ্ট্রীর উল্লেখ করেন এবং সেই উষ্ট্রীকে যে হত্যা করেছিল তার উল্লেখ করেন। তিনি বলেন, স্মরণ কর সেই ঘটনা-যখন তারা তাদের সবচেয়ে পাষণ্ড লোকটিকে উষ্ট্রী হত্যার জন্য পাঠিয়েছিল। সেই লোকটি ছিল দুষ্ট-চরিত্রহীন ও সম্প্রদায়ের ক্ষমতাশালী সর্দার, ইব্ন যাম'আর ন্যায় (বর্তমান হাদীসের রাবীও তাঁর সম্প্রদায়ে একজন অনুকরণীয় ও নেতৃস্থানীয় ব্যক্তিত্ব)। অতপর আল্লাহর রাসূল (ﷺ) মহিলাদের প্রসঙ্গ উল্লেখ করেন এবং লোকজনকে মহিলাদের সম্পর্কে উপদেশ প্রদান করেন। আল-হাদীস...।
(এ হাদীসটি গরীব)
(এ হাদীসটি গরীব)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ذكر نبى الله صالح عليه السلام
عن عبد الله بن زمعة (2) قال خطب رسول الله صلى الله عليه وسلم فذكر الناقة وذكر الذى عقرها فقال اذا انبعث أشقاها لها رجل عارم (3) عزيز منيع فى رهطه مثل ابن زمعة ثم ذكر النساء فوعظهم فيهن الحديث