মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
হাদীস নং: ১৬
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ: তাবুকের যুদ্ধের বছর রাসূল (ﷺ) কর্তৃক ছামুদ সম্প্রদায়ের এলাকায় অবস্থিত আল- হিজর উপত্যকা পার হওয়া
(১৬) ইবন উমার (রা) থেকে নাফি' বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন তাবুকের যুদ্ধকালে লোকজন নিয়ে ছামূদ সম্প্রদায়ের লোকালয়ে 'আল-হিজর' উপত্যকায় উপনীত হলেন, তখন লোকজন ছামূদ সম্প্রদায়ের যেসব কূপ থেকে পানি পান করতো, সেই সব কূপ থেকে পানি পান করে। সেখানে তারা আটার খামির তৈয়ার করেন এবং গোশতের ডেকচি উনুনে চড়ান। তা দেখে রাসূলুল্লাহ্ (ﷺ) তাদেরকে ডেকচির গোস্ত ফেলে দিতে এবং আটার খামির উটকে খাইয়ে দিতে বললেন। তারা তাই করলেন। অতঃপর তাঁদের নিয়ে রাসূল (ﷺ) সেই কূপের কাছে অবতীর্ণ হন। যেখান থেকে সেই উষ্ট্রী পানি পান করতো। তিনি তাঁদেরকে শাস্তিপ্রাপ্ত সম্প্রদায়ের সীমানায় প্রবেশ করতে নিষেধ করেন এবং বলেন, আমার ভয় হয়, তোমাদের উপর না সেই শাস্তি আপতিত হয়, যা তাদের উপর হয়েছিল। সুতরাং তোমরা তাদের সীমানায় প্রবেশ করো না।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب مرور النبى صلى الله عليه وسلم بوادى الحجر من أرض ثمود عام تبوك
عن نافع عن ابن عمر (6) قال لما نزل رسول الله صلى الله عليه وسلم بالناس عام تبوك نزل بهم الحجر عند بيوت ثمود فاستقى الناس من الآبار التى كان يشرب منها ثمود فعجنوا منها ونصبوا القدور باللحم فأمرهم رسول الله صلى الله عليه وسلم فأهراقوا القدور وعلقوا العجين الإبل ثم ارتحل بهم حتى نزل بهم على البتر التى كانت تشرب منها الناقة، ونهاهم ان يدخلوا على القوم الذين عذبوا، قال انى أخشى أن يصيبكم مثل ما أصابهم فلا تدخلوا عليهم