মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়

হাদীস নং: ২১
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ: ইব্রাহীম খলীলুল্লাহ (আ)-এর উল্লেখ ও তাঁর মর্যাদা
(২১) আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, ইব্রাহীমের (আ) চেয়ে সংশয় প্রকাশে আমরাই বেশী হকদার। সেই সময়ের বিবরণ শোন যখন ইব্রাহীম (আ) বলেছিলেন,
وَاِذۡ قَالَ اِبۡرٰہٖمُ رَبِّ اَرِنِیۡ کَیۡفَ تُحۡیِ الۡمَوۡتٰی ؕ  قَالَ اَوَلَمۡ تُؤۡمِنۡ ؕ  قَالَ بَلٰی وَلٰکِنۡ لِّیَطۡمَئِنَّ قَلۡبِیۡ ؕ
"হে আমার প্রভু, আপনি কীভাবে মৃতকে জীবিত করেন, তা আমাকে প্রদর্শন করুন। তিনি (প্রভু) বলেন, তুমি কি বিশ্বাস কর না, ইব্রাহীম বলেন, অবশ্যই, কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য।"
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, আল্লাহ্ তা'লা লূতকে (আ) রহম করুন, তিনি একটি শক্ত স্তম্ভে আশ্রয় নিতেন। যদি আমি ইউসূফের (আ) ন্যায় কারাগারে বন্দী থাকতাম, তাহলে বাদশাহর প্রেরিত দূতের আহ্বানে (তাৎক্ষণিকভাবে) সাড়া দিতাম।
(হাদীসটি সহীহ এবং বুখারী, মুসলিম ও অন্যান্য কর্তৃক উদ্ধৃত।)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ذكر ابراهيم الخليل وفضله عليه وعلى نبينا الصلاة والسلام
عن أبى هريرة (2) أن رسول الله صلى الله عليه وسلم قال نحن أحق بالشك من ابراهيم عليه السلام إذ قال (ربى أرنى كيف تحىى الموتى قال أو لم نؤمن؟ قال بلى ولكن يطمئن قلبى) قال رسول الله صلى الله عليه وسلم يرحم الله لوطا لقد كان يأوى الى ركن شديد، ولو لبث فى السجن ما لبثت يوسف لاجبت الداعى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২১ | মুসলিম বাংলা