মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়

হাদীস নং: ৩৭
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ : আল্লাহর নবী ইউসুফ (আ) প্রসংগ
(৩৭) আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, নিশ্চয় সম্ভ্রান্ত ব্যক্তির পুত্র সম্ভ্রান্ত ব্যক্তির পৌত্র এবং সম্ভ্রান্ত ব্যক্তির প্রপৌত্র হচ্ছেন ইউসুফ ইব্‌ন ইয়াকুব ইবন ইসহাক ইবনে ইব্রাহীম খলীলুর রহমান। আল্লাহর রাসূল (ﷺ) বলেন, আমি যদি ইউসুফের (আ) ন্যায় কারাগারে বন্দী থাকতাম এবং আমার কাছে কোন আহ্বায়ক আসতো, তাহলে আমি তাৎক্ষণিকভাবে তার ডাকে সাড়া দিতাম। যখন তাঁর (ইউসুফ) কাছে দূত এসেছিল তিনি বলেছিলেন, ফিরে যাও তোমার মনিবের কাছে এবং তাকে জিজ্ঞেস কর, যেসব মহিলারা তাদের হাত কেটে ফেলেছিল, তাদের কী হয়েছিল? নিশ্চয় আমার প্রভু তাদের চক্রান্ত সম্পর্কে বিশেষভাবে অবগত।
(এই হাদীসের উদ্ধৃতি পূর্বে উল্লেখ করা হয়েছে।)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ذكر نبي الله يوسف عليه السلام
عن أبى هريرة (1) قال قال رسول الله صلى الله عليه وسلم إن الكريم بن الكريم بن الكريم بن الكريم يوسف بن يعقوب بن اسحاق بن ابراهيم خليل الرحمن، وقال رسول الله صلى الله عليه وسلم لو لبثت في السجن مالبث يوسف ثم جاءنى الداعى لأجبته إذ جاءه الرسول صلى الله عليه وسلم فقال أرجع إلى ربك فاسأله ما بال النسوة اللاتى قطعن أيديهن إن ربى بكيدهن عليم
tahqiqতাহকীক:তাহকীক চলমান