মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
হাদীস নং: ৪০
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ : আল্লাহর নবী ইউনুস (আ) প্রসঙ্গ
(৪০) আবুল আলিয়াহ (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদের নবীর (ﷺ) চাচার ছেলে অর্থাৎ ইবন আব্বাস (রা) আমাকে বলেছেন, রাসূল (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা'আলা বলেন, কোন বান্দার এইরূপ বলা উচিত নয় যে, আমি মাত্তার পুত্র ইউনুসের চেয়ে উত্তম। এভাবে তাঁর পিতার নাম উল্লেখ করে বলেছেন।
(এই রাবী থেকে অন্য ধারায় বর্ণিত) ইব্ন আব্বাস (রা) বলেন, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, কারো এইরূপ বলা সঙ্গত নয়, আমি ইউনুস ইব্ন মাত্তার চেয়ে উত্তম। তিনি অপরাধ করে ফেলেছিলেন অতঃপর তাঁর প্রভু তাঁকে আবার মনোনীত করেন।
(বুখারী, মুসলিম ও আবূ দাউদ।)
(এই রাবী থেকে অন্য ধারায় বর্ণিত) ইব্ন আব্বাস (রা) বলেন, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, কারো এইরূপ বলা সঙ্গত নয়, আমি ইউনুস ইব্ন মাত্তার চেয়ে উত্তম। তিনি অপরাধ করে ফেলেছিলেন অতঃপর তাঁর প্রভু তাঁকে আবার মনোনীত করেন।
(বুখারী, মুসলিম ও আবূ দাউদ।)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ذكر نبي الله يونس عليه السلام
عن أبي العالية (1) قال حدثني ابن عم نبيكم (2) صلي الله عليه وسلم قال قال رسول الله صلي الله عليه وسلم قال الله عز وجل ما ينبغي لعبد أن يقول أنا خير من يونس (3) بن منىّ ونسبه إلى أبيه (4) (وعنه من طريق ثان) (5) عن أبن عباس قال قال رسول الله صلي الله عليه وسلم لا ينبغي لأحد أن يقول إني خير من يونس بن منى نسبة إلى أبيه أصاب ذنبا (6) ثم اجتباه ربه