মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়

হাদীস নং: ৬৪
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ : মালাকুল মউতের সাথে মূসা (আ), তাঁর ওফাত ও কবর সম্পর্কিত ঘটনা
(৬৪) আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, প্রথমদিকে মালাকুল মওত (আজরাইল (আ) মানুষের কাছে প্রকাশ্যে আগমন করতেন। মুসার (আ) মৃত্যুর সময় ঘনিয়ে আসলে তিনি মূসার (আ) কাছে আসেন। মূসা (আ) তাঁকে সজোরে থাপ্পড় মারেন এবং এতে তাঁর একটি চক্ষু নষ্ট হয়ে যায় (মূসা (আ) তাঁকে চিনতে না পেরেই এমনটি করে থাকবেন। আল্লাহ্ সর্বজ্ঞ)। সুতরাং তিনি (মালাকুল মওত) তাঁর মহামহিম প্রভুর দরবারে উপস্থিত হয়ে আরয করলেন, হে রব, তোমার বান্দা মূসা আমার চক্ষু গলিয়ে দিয়েছে। আপনার কাছে তাঁর বিশেষ মর্যাদা যদি না থাকতো, তবে আমি তাঁকে সজোরে একটি ধমক লাগিয়ে দিতাম। ইউনুস (এই হাদীসের জনৈক রাবী) বলেন, (মালাকুল মওত বলেছেন) তাঁকে খুব শক্ত কথা বলতাম। তখন মহাপ্রভু বললেন, তুমি আমার বান্দার কাছে যাও এবং তাঁকে বল তিনি যেন একটি বলদের পিঠে তাঁর হাত রাখেন; তাঁর হাতের নীচে যত পশম থাকবে, প্রতিটি পশমের জন্য একবছর করে তাঁর আয়ু বৃদ্ধি করা হবে। মালাকুল মওত সেমতে তাঁর কাছে আসলেন (এবং মহাপ্রভুর প্রস্তাব নিবেদন করলেন)। মূসা (আ) বললেন, এরপর কী হবে? তিনি বললেন, এরপর মৃত্যু। মূসা (আ) বললেন, তাহলে এখনই (মৃত্যু শ্রেয়)। তখন মালাকুল মওত তাঁর কাছে আসলেন এবং তাঁর রূহ কবয করলেন।
ইউনুস বলেন, অতঃপর আল্লাহ্ তা'আলা তাঁর চক্ষু পূর্বাবস্থায় ফিরিয়ে দেন। এরপর থেকে মালাকুল মওত মানুষের কাছে সংগোপনে আগমন করেন।
(আবূ হুরাইরা (রা) থেকে দ্বিতীয় বর্ণনায় এসেছে) মালাকুল মওত-কে মূসার (আ) নিকট প্রেরণ করা হয়। যখন তিনি তাঁর কাছে আসলেন, তখন মূসা (আ) তাঁকে থাপ্পড় মারেন। এবং এতে মালাকুল মওতের চক্ষু নষ্ট হয়ে যায়। তিনি তাঁর মহামহিম প্রভুর কাছে ফিরে এসে অভিযোগ করে বলেন, আপনি আমাকে এমন এক বান্দার কাছে প্রেরণ করেছেন, যিনি মৃত্যু চাচ্ছেন না। তখন আল্লাহ্ তা'আলা তাঁর চক্ষু পূর্বাবস্থায় ফিরিয়ে দেন এবং বলেন, তুমি তাঁর কাছে আবার যাও এবং তাকে বল সে যেন একটি বলদের পিঠে হাত রাখে এবং তাঁকে তাঁর হাতের নিচের প্রতিটি পশমের জন্য এক বছর করে আয়ু বৃদ্ধি করা হবে। (মালাকুল মওত এই প্রস্তাব নিয়ে তাঁর কাছে ফিরে গেলে) তিনি বলেন, ইয়া রব, এরপর কী? রব বললেন, মৃত্যু। তখন তিনি বললেন, তবে (তা হোক) এখনই। অতঃপর তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করেন যেন তাঁকে পবিত্র ভূমির নিকট প্রস্তর নিক্ষেপের সমপরিমাণ দূরত্বে পৌছিয়ে দেন। (অর্থাৎ একটি পাথর নিক্ষেপ করলে যতটুকু দূরত্বে পতিত হয়, অতটুকু পবিত্র ভূমির ততটুকু কাছে যেন তাঁকে পৌছিয়ে দেওয়া হয়। কারণ সেখানে অন্যান্য নবীগণের কবর থাকার কারণে সেই ভূমির মর্যাদা অত্যধিক।) রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, আমি যদি (এই মুহূর্তে) সেখানে অবস্থান করতাম, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে লাল বালুকের নিচে রাস্তার পার্শ্বে তাঁর (মূসা (আ)) কবরটি দেখিয়ে দিতাম।
(বুখারী মুসলিম, ইবনে হিব্বান ও অন্যান্য)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ذكر قصته مع ملك الموت ووفاته ومكان قبره عليه السلام
عن أبى هريرة (1) رضى الله عنه عن النبى صلي الله عليه وسلم قال قد كان ملك الموت يأتى الناس عيانا قال فأتى موسى فلطمه ففقأ عينه (2) فأتى ربه عز وجل فقال يارب عبدك موسى فقأ عينى ولولا كرامته عليك لعَنُفْت (3) به وقال يونس لشققت عليه (4) فقال له اذهب الى عبدى فقل له فليضع يده على جلد أو متن (5) ثور فله بكل شعرة وأرت يده سَنة، فأتاه فقال له ما بعد هذا؟ قال الموت، قال فالآن قال فشمه شمة (6) فقبض روحه قال يونس فرد الله عز وجل عينه وكان يأتى الناس خفية (وعنه من طريق ثان) (7) قال أرسل ملك الموت الى موسى فلما جاءه صكه غفقا عينه فرجع الى ربه عز وجل فقال أرسلنى الى عبد لا يريد الموت، قال فرد الله عز وجل اليه عينه وقال ارجع اليه فقل له يضع يده على متن ثور فله بما غطت يده بكل شعره سنة فقال أى يارب ثم مه (8) قال ثم الموت، قال فالآن فسأل الله أن يدنيه من الأرض المقدسة رمية (9) بحجر قال فقال رسول الله صلي الله عليه وسلم فلو كنت ثمَ لأريتكم قبره إلى جانب الطريق تحت الكثيب (1) الأحمر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৬৪ | মুসলিম বাংলা