মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়

হাদীস নং: ৬৮
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ : বনী ইসরাঈলের বাইতুল মাকদিসে প্রবেশ ও এতদসংক্রান্ত আল্লাহর বাণী "তোমরা অবনত মস্তকে দরজা দিয়ে প্রবেশ কর এবং বল, মাফ করে দিন” প্রসংগ
(৬৮) আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, বনী ইসরাঈলকে বলা হয়েছিল, তোমরা অবনত মস্তকে প্রবেশদ্বার দিয়ে (বাইতুল মাকদিসে) প্রবেশ কর; এবং তোমরা বলবে "হিত্তাতুন" ক্ষমা করে দিন। তাহলেই আল্লাহ্ তা'আলা তোমাদের অপরাধ ক্ষমা করে দিবেন। কিন্তু তারা (এই নির্দেশ) পরিবর্তন করে ফেলে এবং তারা পাছা হেঁচড়াতে হেঁচড়াতে (মাথা নত করার পরিবর্তে) দ্বারে প্রবেশ করে এবং তারা বলে "হাব্বাতুন ফী শা'রতিন” (খোসার ভিতর দানা)।
(একই রাবী থেকে অন্য বর্ণনায় এসেছে) আল্লাহর বাণী "তোমরা অবনত মস্তকে প্রবেশ কর..." বিষয়ে রাসূল (ﷺ) বলেন, তারা (বরং উল্টো) উদ্ধতভাব প্রবেশ করে। এবং "হিত্তাতুন” এর পরিবর্তে তারা বলেছিল "হিনত্বাতুন ফী শা'রতিন” (খোসার ভিতরে যব)।
(উভয় বর্ণনাধারায় হাদীসটি সহীহ। বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ما جاء فى دخول بنى اسرائيل بيت المقدس وقول الله تعالى لهم (وادخلوا الباب سجدا وقولوا حطة)
عن أبى هريرة (1) قال قال رسول الله صلي الله عليه وسلم قيل لبنى اسرائيل ادخلوا الباب سجدا (2) وقولوا حطة يغفر لكم (3) خطاياكم، فبدلوا (4) فدخلوا الباب يزحفون على أستاهم (5) وقالوا حبة فى شعره (وعنه من طريق ثان) (6) عن النبى صلي الله عليه وسلم فى قوله عز وجل (وادخلوا الباب سجدا قال ادخلوه زحفا وقولوا حطة) قال بدلوا فقالوا حنطة في شعره
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৬৮ | মুসলিম বাংলা