মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়

হাদীস নং: ৭০
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ: তালুতের সাথে নদী অতিক্রমকারীগণের সংখ্যা
(৭০) আল-বারা' ইবনে 'আযিব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আলোচনা করতাম, বদরের যুদ্ধে রাসূলুল্লাহ্ (ﷺ) এর সাহাবীগণের সংখ্যা জালুতের বিরুদ্ধে যুদ্ধে তালুতের সঙ্গীদের সমপরিমাণ। (অর্থাৎ) তিনশত দশের উপর, যাঁরা তাঁর সাথে নদী পার হয়েছিলেন। আর তাঁর সাথে যাঁরা নদী পার হয়েছিলেন, তাদের মধ্যে মু'মিন ছাড়া কেউ ছিল না।
(বুখারী, ইব্‌ন জারীর ও বাগাবী)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب عدد من جاوز النهار مع طالوت
عن البراء بن عازب (1) قال كنا نتحدث أن عدة أصحاب رسول الله صلي الله عليه وسلم كانوا يوم بدر على عدة أصحاب طالوت يوم جالوت، ثلاثمائة وبضعة عشرالذين جازوا معه النهر قال ولم يجاوز معه النهر إلا مؤمن
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৭০ | মুসলিম বাংলা