মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়

হাদীস নং: ৭২
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ : দাউদ (আ)-এর মর্যাদা, তাঁর কিরাআত ও মধুর কণ্ঠস্বর
(৭২) আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আবূ মূসা আল-আশ'আরীর (রা) কুরআন পাঠের কণ্ঠ শুনতে পান (যা ছিল খুবই মধুর) এবং বলেন, আবূ মূসাকে দাউদের (আ) বংশের 'মিযমার' তথা সুর-এর ন্যায় সুর দেওয়া হয়েছে।
(হাদীসটি গরীব এবং তা ইব্‌ন কাছীর সংকলন করেছেন। তবে বুখারী ও মুসলিম আবূ মূসা (রা) থেকেই এরূপ বর্ণনা করেছেন।)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ما جاء فى فضله وقراءته وحسن صوته
عن عائشة رضى الله عنها (5) أن النبى صلى الله عليه وعلى آله وسلم سمع صوت أبى موسى الأشعرى وهو يقرأ فقال أوتى أبو موسى من مزامير آل داود
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৭২ | মুসলিম বাংলা