মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
হাদীস নং: ৫
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
পরিচ্ছেদ : কিস্সা-কাহিনী বর্ণনাকারী (ওয়াজ-নসীহতকারী) প্রসংগ
পরিচ্ছেদ : কিস্সা-কাহিনী বর্ণনাকারী (ওয়াজ-নসীহতকারী) প্রসংগ
(৫) 'আবদুল মালেক ইবনে মায়সারা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কুরদূস ইবন ক্বাইসকে বলতে শুনেছি (উল্লেখ্য যে, তিনি কুফায় জনসমক্ষে কিস্সা-কাহিনী (ওয়াজ) বর্ণনা করতেন), তিনি বলেন, আমাকে জনৈক বদরী সাহাবী (রা) রাসূলুল্লাহ্ (ﷺ) কাছ থেকে সংবাদ দিয়েছেন, রাসূল (ﷺ) বলেন, এই ধরনের বৈঠকে বসা আমার কাছে চারজন দাসমুক্তি অপেক্ষা অধিক প্রিয়। শু'বা বলেন, আমি জিজ্ঞেস করলাম কী ধরনের বৈঠক (মজলিশ) বুঝাতে চাচ্ছেন? তিনি উত্তরে বললেন, সেই মজলিশে একজন কিস্সা বর্ণনাকারী (ওযায়েজ) ছিলেন। (অর্থাৎ সেই মজলিশটি ছিল আমীর কর্তৃক নির্দেশপ্রাপ্ত লোকের ওয়াজের মজলিশ।)
(হাইছামী ও ইব্ন হিব্বান)
(হাইছামী ও ইব্ন হিব্বান)
كتاب قصص الماضين من بنى اسرائيل وغيرهم
كتاب قصص الماضين من بنى اسرائيل وغيرهم الى آخر زمن الفترة وذكر أيام العرب وجاهليتهم
باب ما جاء فى القصاصين
باب ما جاء فى القصاصين
حدثنا هاشم (3) ثنا شعبة عن عبد الملك بن ميسرة قال سمعت كردوس أبن قيس وكان قاص العامة بالكوفة قال فأخبرنى رجل من أصحاب بدر أنه سمع النبى صلي الله عليه وسلم يقول لأن اقعد فى مثل هذا المجلس أحب إلى من ان أعتق أربع رقاب، قال شعبة فقلت أى مجلس تعنى؟ قال كان قاصا