মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়

হাদীস নং: ১০
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
পরিচ্ছেদ: বনী ইসরাঈলের সংবাদাদি সম্পর্কিত বর্ণনা
(১০) 'ইমরান ইবন হুসাইন (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) প্রায়শঃ রাত্রিবেলায় বনী ইসরাঈল সম্পর্কে আমাদেরকে বর্ণনা শোনাতেন। (অন্য রিওয়াতে-তিনি বনী ইসরাইল সম্পর্কে হাদীস বর্ণনা করতেন, এমনকি কখনও কখনও সকাল হয়ে যেত) তিনি এইসব হাদীস বর্ণনা থেকে ফরয সালাত ব্যতীত অন্য কোন কারণে উঠে যেতেন না।
(হাইছামী, বাযযার ও তাবারানী।)
كتاب قصص الماضين من بنى اسرائيل وغيرهم
باب ما جاء فى الرواية والتحديث عن أخبار بنى أسرائيل
عن عمر ابن بن حصين (5) قال كان رسول الله صلي الله عليه سلم يحدثنا عامة ليله عن بنى اسرائيل (وفى رواية يحدثنا عن بنى اسرائيل حتى يصبح) لا يقوم إلا إلى عُظم (6) صلاة.
tahqiqতাহকীক:তাহকীক চলমান