মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়

হাদীস নং: ২৫
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
পরিচ্ছেদ: আবদুল্লাহ্ ইব্‌ন জুদ'আন
(২৫) আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ), ইবন্ জুদ'আন জাহেলী যুগে আত্মীয়তার বন্ধন রক্ষা করতেন এবং মিসকিনদেরকে খাবার খাওয়াতেন, এতে তার কোন উপকার হবে কি? রাসূল (ﷺ) বললেন, না, আয়েশা। সে কোন দিন বলেনি- হে প্রভু কিয়ামতের দিন আমার গোনাহ ক্ষমা করো।
(মুসলিম, বগভী ও অন্যান্য)
كتاب قصص الماضين من بنى اسرائيل وغيرهم
باب ما جاء في عبد الله بن جدعان
عن عائشة رضي الله عنها (1) قالت قلت يا رسول الله ابن جدعان (2) كان في الجاهلية يصل الرحم ويطعم المساكين فهل ذاك نافعه؟ قال لا يا عائشة، أنه لم يقل يومًا رب أغفر لي خطيئتي يوم الدين
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৫ | মুসলিম বাংলা