হাদীসে কুদসী
কিতাবের হাদীস সমূহ
হাদীস নং: ৫২
কিতাবের হাদীস সমূহ
৫২। হযরত আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তাআলা বলেছেন, কোন আদম সন্তানের জন্য আমি যা ধার্য করি নাই, মান্নাত তার কিছুই নিয়ে আসতে পারে না। (অর্থাৎ তার তাকদীরে যা পূর্ব থেকে নির্ধারিত তাই ঘটবে) তবে মান্নাতের মাধ্যমে আমি কৃপণ লোকের হাত থেকে কিছু বের করে নেই। সে তা আমাকে দেয়। যা সে মান্নাত না করলে কৃপণতার দরুন আমাকে দিত না।
أحاديث الكتاب
52- عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَا يَأْتِي النَّذْرُ عَلَى ابْنِ آدَمَ بِشَيْءٍ لَمْ أُقَدِّرْهُ عَلَيْهِ وَلَكِنَّهُ شَيْءٌ أَسْتَخْرِجُ بِهِ مِنْ الْبَخِيلِ يُؤْتِينِي عَلَيْهِ مَا لَا يُؤْتِينِي عَلَى الْبُخْلِ