হাদীসে কুদসী
কিতাবের হাদীস সমূহ
হাদীস নং: ৬৩
কিতাবের হাদীস সমূহ
৬৩। হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) –কে বলতে শুনেছেনঃ যে ব্যক্তি "সুবহানাল্লাহ আলহামদু লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর ও লা–হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ–এ দু'আটি পাঠ করে, আল্লাহ বলেন, আমার বান্দা আত্মসমর্পণ করল এবং নিজেকে সঁপে দিল।
أحاديث الكتاب
63- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَنه سمع النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من قَالَ سُبْحَانَ الله وَالْحَمْد لله وَلَا إِلَه إِلَّا الله وَالله أكبر وَلَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه قَالَ الله: أسلم عَبدِي واستسلم