মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ৩
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছন্নতা, উত্তম পোশাক দ্বারা আল্লাহর নিয়ামত প্রকাশ করা এবং যে সব পোশাক পরা মুস্তাহাব।
৩। আবু আহওয়াস (র) সূত্রে তার পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসলাম। সে সময় আমার গায়ে একটি বা দু'টি কাপড় ছিল। (অন্য বর্ণনায় সে সময় তিনি আমাকে এলোমেলো অবস্থায় দেখলেন।) তিনি আমাকে বললেন, তোমার কি মাল আছে? আমি বললাম, হ্যাঁ। আল্লাহ তা'আলা আমাকে সর্বপ্রকার মাল যেমন ঘোড়া, উট, ছাগল, দাস ইত্যাদি দিয়েছেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যখন আল্লাহ তোমাকে মাল দিয়েছেন তা হলে তোমার ওপর তাঁর নিয়ামতের নিদর্শন পরিলক্ষিত হওয়া উচিত। (বর্ণনাকারী বলেন,) এরপর আমি এক জোড়া উত্তম পোষাক পরে তার নিকট গেলাম।
(অন্য শব্দে: এরপর আমি তাঁর নিকট এক জোড় লাল বর্ণের কাপড় পরে গেলাম।)
(আবূ দাউদ, নাসাঈ) আবূ দাউদ (র) ও মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
(অন্য শব্দে: এরপর আমি তাঁর নিকট এক জোড় লাল বর্ণের কাপড় পরে গেলাম।)
(আবূ দাউদ, নাসাঈ) আবূ দাউদ (র) ও মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
كتاب اللباس والزنية
باب ما جاء في النظافة وإظهار نعمة الله باللباس الحسن وما يستحب لبسه
3- عن أبي الأحوص عن أبيه قال أتيت رسول الله صلى الله عليه وسلم وعلى شملة أو شملتان وفي رواية فرآني رث الهيئة فقال لي هل لك من مال؟ قلت نعم، قد آتاني الله عز وجل من كل ماله من خيله وإبله وغنمه ورقيقه، قل فإذا آتاك الله مالا فلير عليك نعمته، فرحت إليه في حلة وفي لفظ فغدوت عليه في حلة حمراء
বর্ণনাকারী: