মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ১০
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
ইযার, কামিস এবং এ সংক্রান্ত আদাব
১০। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমরা কাপড় পরবে এবং ওযু করবে, তখন তোমরা তোমাদের ডান দিক হতে শুরু করবে।
(হাদীসটি ওযু অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
(হাদীসটি ওযু অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
كتاب اللباس والزنية
باب ما جاء في الإزار والقميص وآداب تتعلق بذلك
10- عن أبي هريرة قال قال رسول الله إذا لبستم وإذا توضأتم فابدءوا بأيامنكم وفي رواية) بميامنكم
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক পরা ও ওযু করার বেলায় শুরুটা করতে বলেছেন ডানদিক থেকে। ওযূ একটি মর্যাদাকর কাজ। এর দ্বারা শরীরের অপবিত্রতা দূর হয়। ফলে বান্দা কুরআন মাজীদ স্পর্শ করতে পারে, নামায পড়তে পারে ও তাওয়াফ করতে পারে। ওযূর দ্বারা শারীরিক পবিত্রতা অর্জনের পাশাপাশি রূহানী পবিত্রতাও অর্জিত হয়। কেননা এর দ্বারা গুনাহ মাফ হয়। গুনাহ রূহানী অপবিত্রতা। মোটকথা ওযু অত্যন্ত ফযীলতের একটি কাজ। তাই এ কাজ ভাবগাম্ভীর্য ও আদবের সঙ্গে করা বাঞ্ছনীয়। সেজন্যই ওযূর অঙ্গসমূহ ধোওয়ার সময় ডানদিককে প্রাধান্য দেওয়া চাই। যেমন হাত ধোওয়ার সময় ডান হাত আগে ধোওয়া ও পা ধোওয়ার সময় ডান পা আগে ধোওয়া। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আমলও এরকমই ছিল এবং তিনি আমাদেরকেও এরকমই করতে বলেছেন।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. পোশাক পরিধানের সময় ডানদিক থেকে শুরু করা সুন্নত।
খ. ওযূতে হাত ধোওয়ার সময় আগে ডান হাত এবং পা ধোওয়ার সময় আগে ডান পা ধোওয়া সুন্নত।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. পোশাক পরিধানের সময় ডানদিক থেকে শুরু করা সুন্নত।
খ. ওযূতে হাত ধোওয়ার সময় আগে ডান হাত এবং পা ধোওয়ার সময় আগে ডান পা ধোওয়া সুন্নত।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)