মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৩
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
জুতা পরিধান এবং এ সংক্রান্ত আদাব।
১৩। নাফি' (র) থেকে বর্ণিত যে, হযরত ইবন উমর (রা) পাকা করা (পশমবিহীন) চামড়ার জুতা পরতেন এবং তা পরে ওযু করতেন। তিনি বলছেন, নবী (ﷺ) -ও এরূপ করতেন।
(বুখারী, মুসলিম, মালিক)
كتاب اللباس والزنية
باب ما جاء في النعال ولبسها وآداب تتعلق بذلك
13- عن نافع أن ابن عمر كان يلبس السبتية ويتوضأ فيها وذكر أن النبي صلى الله عليه وسلم كان يفعله
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: