মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৫
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
জুতা পরিধান এবং এ সংক্রান্ত আদাব।
১৫। আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) কয়েকজন সাদা দাড়িবিশিষ্ট বৃদ্ধ আনসারীর নিকট উপস্থিত হয়ে বললেন, হে আনসার সম্প্রদায়। তোমরা (তোমাদের দাড়িগুলো) লাল এবং হলুদ রংয়ে রঞ্জিত করে আহলে কিতাব-এর (ইয়াহূদ ও নাসারা) বিরোধীতা কর। বর্ণনাকারী বলেন, আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ! কিতাবীগণ পায়জামা পরে; ইযার পরে না? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা পায়জামা ও ইযার উভয়টি পরে কিতাবীদের বিরোধিতা কর। বর্ণনাকারী বলেন, এরপর আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ! কিতাবীগণ মোযা পরে; জুতা পরে না? বর্ণনাকারী বলেন, নবী বললেন, তোমরা মোজা এবং জুতা উভয়টি পরে আহলে কিতাবদের বিরোধীতা কর। বর্ণনাকারী বলেন, এরপর আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ! কিতাবীগণ তাদের দাড়ি খাট করে এবং গোঁফ লম্বা রাখে? তখন নবী বললেন, তোমরা তোমাদের গোঁফ খাট করে এবং দাঁড়ি লম্বা রেখে আহলে কিতাবদের বিরোধিতা কর।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
باب ما جاء في النعال ولبسها وآداب تتعلق بذلك
15- عن أبي أمامة قال خرج رسول الله صلى الله عليه وسلم على مشيخة من الأنصار بيض لحاهم فقال يا معشر الأنصار حمروا وصفروا وخالفوا أهل الكتاب، قال فقلنا يا رسول الله أن أهل الكتاب يتسرولون ولا يأزرون، فقال رسول الله صلى الله عليه وسلم تسرولوا أو ائتزروا وخالفوا أهل الكتاب، قال فقلنا يا رسول الله إن أهل الكتاب يتخففون ولا ينتعلون قال فقال النبي صلى الله عليه وسلم فتخففوا وانتعلوا وخالفوا أهل الكتاب، قال فقلنا يا رسول الله إن أهل الكتاب يقصون عثانينهم ويوفرون سبالهم، قال فقال النبي صلى الله عليه وسلم قصوا أسبالكم ووفروا عثانينكم وخالفوا أهل الكتاب
tahqiqতাহকীক:তাহকীক চলমান