মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ৩২
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
কাল, সবুজ ও যাফরানী বর্ণের এবং রঙ্গীন কাপড় পরার বিধান।
৩২। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) পুরুষদেরকে যাফরানী রংয়ের পোশাক পরতে নিষেধ করেছেন।
(বুখারী, মুসলিম, ইমামত্রয় ও অন্যান্য)
(বুখারী, মুসলিম, ইমামত্রয় ও অন্যান্য)
كتاب اللباس والزنية
باب ما جاء في الأسود والأخضر والمزعفر والملونات
32- عن أنس بن مالك قال نهى رسول الله صلى الله عليه وسلم أن يتزعفر الرجل