মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ৩৫
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
কাল, সবুজ ও যাফরানী বর্ণের এবং রঙ্গীন কাপড় পরার বিধান।
৩৫। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, (ﷺ) রাসূলুল্লাহ রঙ্গিন কাপড় ব্যবহার করার অনুমতি দিয়েছেন; যদি শরীরে রংয়ের দাগ না পড়ে এবং ঘ্রাণ না ছড়ায়।
(আবূ ইয়া'লা, বাযযার)
(হাদীসটির সনদে বর্ণনাকারী হুসায়ন ইবন আবদিল্লাহ ইবন উবায়দিল্লাহ দূর্বল। হায়ছামী (র) এবং হাফিয সুয়ূতী (র) তাকে দূর্বল বলেছেন।)
(আবূ ইয়া'লা, বাযযার)
(হাদীসটির সনদে বর্ণনাকারী হুসায়ন ইবন আবদিল্লাহ ইবন উবায়দিল্লাহ দূর্বল। হায়ছামী (র) এবং হাফিয সুয়ূতী (র) তাকে দূর্বল বলেছেন।)
كتاب اللباس والزنية
باب ما جاء في الأسود والأخضر والمزعفر والملونات
35- عن ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم رخص في الثوب المصبوغ ما لم يكن به نفض ولا ردع