মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ৪২
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
লাল রংয়ের কাপড় পরার বিধান।
৪২। উসমান ইবন মুহাম্মাদ (র) সূত্রে রাফি' ইবন খাদীজ (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) দেখলেন যে, লালবর্ণের ব্যবহার ছড়িয়ে পড়েছে। তিনি এটা অপছন্দ করলেন। (বর্ণনাকারী উসমান (র) বলেন,) রাফি' ইবন খাদীজ (রা) মৃত্যুবরণ করলে লোকেরা তার খাটিয়ার ওপর একটি লালবর্ণের পশমী বস্ত্র রেখে দিলেন। মানুষ এটা দেখে আশ্চর্যবোধ করল।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ ভাল।)
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ ভাল।)
كتاب اللباس والزنية
باب ما جاء في الأحمر
42- عن عثمان بن محمد عن رافع بن خديج أن رسول الله صلى الله عليه وسلم رأى حمرة قد ظهرت فكرهها فلما مات رافع بن خديج جعلوا على سريره قطيفة حمراء فعجب الناس من ذلك