মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ৫০
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
সোনা, রূপা, রেশম এবং বৈধ ও অবৈধ ব্যবহার্য সামগ্রী প্রসঙ্গ
নিষিদ্ধ বস্তুসমূহ সংক্রান্ত বিস্তারিত হাদীস।
নিষিদ্ধ বস্তুসমূহ সংক্রান্ত বিস্তারিত হাদীস।
৫০। আবূ যুবায়র (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জাবির ইবন আবদিল্লাহ (রা)-কে গাঢ় লালবর্ণের গদি সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি এটার ওপর আরোহণ করি না এবং এমন পোশাক পরি না, যার ডোরা রেশমের তৈরী এবং কাসসী (রেশমের বস্ত্র)ও পরি না।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী ইবন লাহি'আ বিতর্কিত। তবে তার হাদীস হাসান। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী ইবন লাহি'আ বিতর্কিত। তবে তার হাদীস হাসান। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
(أبواب ما جاء في الذهب والفضة والحرير وما يجوز استعماله منهما وما لا يجوز) (باب أحاديث جامعة لأمور من ذلك منهي عنها)
50- عن أبي الزبير قال سألت جابر بن عبد الله عن ميثرة الأرجوان فقال قال رسول الله صلى الله عليه وسلم لا أركبها ولا ألبس قميصا مكفوفا بحرير ولا البس القسي
বর্ণনাকারী: