মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ৫৪
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
সোনা, রূপা, রেশম এবং বৈধ ও অবৈধ ব্যবহার্য সামগ্রী প্রসঙ্গ
নিষিদ্ধ বস্তুসমূহ সংক্রান্ত বিস্তারিত হাদীস।
৫৪। আলী ইবন আবি তালিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে নিষেধ করেছেন, আমি বলি না যে, তোমাদেরকে নিষেধ করেছেন। তিনি আমাকে স্বর্ণের আংটি হতে, কাসসী (এক প্রকার রেশমী পোশাক) এবং হলুদ বর্ণের পোশাক পরিধান করা হতে, এবং রুকু অবস্থায় কুরআন পাঠ করা হতে নিষেধ করেছেন। আর তিনি আমাকে রেশমের ডোরাকাটা এক জোড়া পোশাক দিলেন। আমি তা পরে বের হলে তিনি বললেন, হে আলী। আমি এটা তোমাকে পরার জন্য দেই নি। আলী (রা) বলেন, তারপর আমি তা নিয়ে ফাতিমা (রা)-এর কাছে ফিরে আসলাম এবং তাকে কাপড়ে এক প্রান্ত দিলাম। সে আমাকে নিয়ে সেটা ভাঁজ করতে লাগল। তখন আমি সেটাকে দ্বি-খণ্ডিত করে দিলাম। বর্ণনাকারী বলেন, ফাতিমা (রা) বললেন, আপনার হাত ধুলি-মলিন হোক। হে ইবন তালিব। আপনি এটা কী করলেন? বর্ণনাকারী বলেন, আমি বললাম, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে এটা পরতে নিষেধ করেছেন। সুতরাং এটা তুমি পর এবং তোমার পরিবারস্থ মহিলাদেরকে পরাও।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب اللباس والزنية
(أبواب ما جاء في الذهب والفضة والحرير وما يجوز استعماله منهما وما لا يجوز) (باب أحاديث جامعة لأمور من ذلك منهي عنها)
54- عن علي بن أبي طالب رضي الله عنه قال نهاني رسول الله صلى الله عليه وسلم لا أقول نهاكم عن تختم الذهب وعن لبس القسى والمعصفر وقراءة القرآن وأنا راكع وكساني حلة من صيراء فخرجت فيها فقال يا علي إني لم أكسكها لتلبسها، قال فرجعت بها إلى فاطمة رضي الله عنها فأعطيتها ناحيتها فأخذت بها لتطويها معي فشققتها بثنتين، قال فقالت تربت يداك يا ابن أبي طالب ماذا صنعت؟ قال فقلت لها نهاني رسول الله صلى الله عليه وسلم عن لبسها فالبسي واكسي نساءك
tahqiqতাহকীক:তাহকীক চলমান