মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ৬৪
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
স্বর্ণের আংটি এবং এ জাতীয় অলংকারসমূহের বিধান
(স্বর্ণের আংটি প্রসঙ্গ।)
৬৪। আবু সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নাজরান এলাকা হতে রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট আসলেন। তার হাতে স্বর্ণের আংটি ছিল। রাসূলুল্লাহ (ﷺ) তার থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং তাকে কোন কিছু জিজ্ঞাসা করলেন না। তারপর লোকটি স্বীয় স্ত্রীর নিকট ফিরে গিয়ে উক্ত ঘটনা বর্ণনা করলেন। স্ত্রী বলল, নিশ্চয় আপনার কিছু হয়েছে। আপনি রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট ফিরে যান। তারপর তিনি তাঁর নিকট আবার উপস্থিত হলেন। সে সময় তার আংটি এবং তাঁর গায়ের জুব্বা ফেলে দিয়েছিলেন। তখন তিনি অনুমতি চাইলে অনুমতি দেওয়া হল। তারপর তিনি জবাব দিলেন। এরপর লোকটি বললেন, ইয়া রাসুলাল্লাহ (ﷺ) ইতিপূর্বে আপনার নিকট এসেছিলাম তখন আপনি আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি আমার নিকট এমন অবস্থায় এসেছিলেন যে, তোমার হাতে আগুনের একটি অঙ্গার ছিল। লোকটি বললেন, ইয়া রাসুলাল্লাহ (ﷺ) তবে তো আমি অনেক অঙ্গার নিয়ে এসেছি। (বর্ণনাকারী বলেন,) লোকটি বাহরাইন থেকে অনেক অলংকার নিয়ে এসেছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, নিশ্চয় তুমি যেসব বস্তু নিয়ে এসেছো সেগুলো আমাদের সেরূপ প্রয়োজন পূরণ করতে পারে, যেরূপ মরুভূমির পাথর পূরণ করতে পারে। এসব হল পার্থিব জীবনের ভোগ-সামগ্রী। লোকটি বললেন, ইয়া রাসুলাল্লাহ (ﷺ) আমাকে ক্ষমা করুন এবং আপনার সাহাবীগণকে আমার অপারগতা জানিয়ে দিন। তারা যেন ধারণা না করে যে, আপনি আমার ওপর কোন বিষয়ে অসন্তুষ্ট হয়েছে। এরপর রাসূলুল্লাহ (ﷺ) উঠে তাকে ক্ষমার ঘোষণা দিলেন এবং সকলকে জানালেন যে, তার বিষয়ে যা হয়েছে সেটা তার স্বর্ণের আংটি ব্যবহার করার কারণে হয়েছে।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা তবারানী বর্ণনা করেছেন।)
كتاب اللباس والزنية
أبواب ما جاء في خاتم الذهب وما في معناه من أنواع الحلي- باب ما جاء في خاتم الذهب
64- عن أبي سعيد الخدري أن رجلا قدم من نجران إلى رسول الله صلى الله عليه وسلم وعليه خاتم ذهب فأعرض عنه رسول الله صلى الله عليه وسلم ولم يسأله عن شيء، فرجع الرجل إلى امرأته فحدثها فقالت أن لك لشأنا فارجع إلى رسول الله صلى الله عليه وسلم، فرجع إليه فالتقى خاتمه وجبة كانت عليه، فلما استأذن أذن له وسلم على رسول الله صلى الله عليه وسلم فرد عليه السلام، فقال يا رسول الله أعرضت عني قبل حين جئتك؟ فقال رسول الله صلى الله عليه وسلم أنك جئتني وفي يدك جمرة نار، فقال يا رسول الله لقد جئت إذا بحمر كثير، وكان قد قدم بحلي من البحرين، فقال رسول الله صلى الله عليه وسلم إن ما جئت به غير مغن عنا شيئا إلا ما أغنت حجارة الحرة ولكنه متاع الحياة الدنيا فقال الرجل فقلت يا رسول الله اعذرني في أصحابك لا يظنون أنك سخطت على بشيء، فقام رسول الله صلى الله عليه وسلم فعذره وأخبر أن الذي كان منه إنما كان لخاتمه الذهب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৬৪ | মুসলিম বাংলা