মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ৭০
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
স্বর্ণের আংটি এবং এ জাতীয় অলংকারসমূহের বিধান
(স্বর্ণের আংটি প্রসঙ্গ।)
৭০। আবুল কানূদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এক যুদ্ধে একটি স্বর্ণের আংটি লাভ করেছি। তারপর সেটা পরে আবদুল্লাহ (রা) এর নিকট আসলাম। তিনি সেটাকে নিয়ে তার চোয়ালের মাঝখানে রেখে চাবিয়ে ফেললেন এবং বললেন, রাসূলুল্লাহ (ﷺ) স্বর্ণের আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন। অথবা বললেন, স্বর্ণের রিং।
(তায়ালিসী)
(হাদীসটির সনদ সহীহ। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
أبواب ما جاء في خاتم الذهب وما في معناه من أنواع الحلي- باب ما جاء في خاتم الذهب
70- عن أبي الكنود قال أصبت خاتما من ذهب في بعض المغازي فأتيت عبد الله فوضعه بين لحييه فمضغه وقال نهى رسول الله صلى الله عليه وسلم أن يتختم بخاتم الذهب أو قال بحلقة الذهب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৭০ | মুসলিম বাংলা