মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কর্মে নিয়্যত ও ইখলাস প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৩
কর্মে নিয়্যত ও ইখলাস প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: নিয়্যতের গুরুত্ব
৩. আবু হুরাইরয়া (রা) থেকে বর্ণিত। মা'ন ইবন য়াযীদ (রা) বলেন যে, আমি আমার পিতা, আমার দাদা রাসূলুল্লাহ (ﷺ)-এর হাতে বায়'আত করলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) আমার বিবাহের প্রস্তাব করলেন এবং আমার বিবাহ সম্পন্ন করলেন। অতঃপর আমি তাঁর কাছে বিচার প্রার্থী হলাম। (ঘটনা হয়েছিল এই যে) আমার পিতা য়াযীদ সদকা করার জন্য কিছু দিনার নিয়ে বের হলেন এবং মসজিদে এক ব্যক্তির কাছে তা রাখলেন। অতঃপর আমি তা গ্রহণ করলাম এবং তা নিয়ে চলে আসলাম। তিনি (আমার পিতা) বললেনঃ আল্লাহর কসম। আমি এটা তোমাকে দেওয়ার ইচ্ছা করিনি। সুতরাং আমি এ বিষয়ে রাসুলুল্লাহ (ﷺ)-এর কাছে মীমাংসা চাইলাম। তিনি বললেনঃ য়াযীদ তুমি যা নিয়াত করেছ তা পেয়ে গেছ। আর যে মা'ন তুমি যা গ্রহণ করেছ, তা তোমার।
كتاب النية والاخلاص في العمل
باب ما جاء في النية
عن أبي الجويرية أن معن بن يزيد حدثه قال بايعت رسول الله صلى الله عليه وسلم أنا وأبي (2) وجدي وخطب على فأنكحني (3) فخاصمته إليه فكان أبي يزيد خرج بدنانير يتصدق بها فوضعها عند رجل (4) في المسجد فأخذتها فأتيته بها (5) فقال والله ما اياك أردت بها فخاصمته (6) إلى رسول الله صلى الله عليه وسلم فقال لك ما نويت يا يزيد (7) ولك يا معن ما أخذت