মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কর্মে নিয়্যত ও ইখলাস প্রসংগ অধ্যায়

হাদীস নং:
কর্মে নিয়্যত ও ইখলাস প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: নিয়্যতের গুরুত্ব
৫. উম্মুল মু'মেনীন আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) ঘুমন্ত অবস্থায় হাসছিলেন। অতঃপর তিনি ঘুম থেকে উঠলেন। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! হাঁসলেন কেন। তিনি বললেন, আমার উম্মতের একদল লোক হারামে আশ্রিত জনৈক কুরাইশ ব্যক্তির সাথে সাক্ষাত করার জন্য কাবা ঘরের উদ্দেশ্যে নিয়াত করে রওয়ানা দিয়েছে। তারা আল বায়দা নামক স্থানে পৌঁছলে তাদেরকে দাবিয়ে দেয়া হয়, কারণ তারা বিভিন্ন উদ্দেশ্যে মক্কা গমনের নিয়্যত করেছিল, আল্লাহ তাদেরকে পুনরায় তাদের নিয়্যত অনুযায়ী উঠাবেন, আমি বললাম, আল্লাহ তাদের নিয়্যতের উপর কিভাবে উঠাবেন অথবা তাদের নিয়্যত বিভিন্ন? তিনি বললেন, তাদেরকে একটি স্থানে একত্রিত করবেন, তাদের মধ্যে কেউ দর্শক, কেউ পথিক, কেউ শিল্পী তাদেরকে একেবারই ধ্বংস করা হবে এবং কিয়ামতের দিন তাদের নিয়্যতের বিভিন্নতার উপরই তাদেরকে উঠানো হবে এবং শাস্তি দেওয়া হবে।
كتاب النية والاخلاص في العمل
باب ما جاء في النية
عن عائشة أم المؤمنين رضي الله عنها قالت بينما رسول الله صلى الله عليه وسلم نائم إذ ضحك في منامه ثم استيقظ فقلت يارسول الله مم ضحكت؟ قال إن أناسا من أمتي يؤمون هذا البيت لرجل من قريش قد استعاذ بالحرم فلما بلغوا البيداء خسف بهم ومصادرهم شتى (4) يبعثهم الله على نياتهم قلت وكيف يبعثهم الله عز وجل على نياتهم ومصادرهم شتى؟ قال جمعهم الطريق منهم المستبصر (6) وابن السبيل والمجبور يهلكون مهلكا واحدا ويصدرون مصادر شتى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৫ | মুসলিম বাংলা