মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়

হাদীস নং:
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
পরিচ্ছেদ: আমলের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন
৮. আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে প্রবেশ করে দুই খামের মাঝে একটি রশি টানানো দেখলেন। তখন তিনি বললেন, এটি কী? তারা বললো, এটা যয়নাবের। যখন তিনি নামাযে অলসতা কিংবা দুর্বলতা ও ক্লান্তি অনুভব করেন, তখন ঐ রশি দিয়ে নিজেকে বেঁধে নেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এটি খুলে দাও। তোমাদের যে কেউ উদ্যম ও উৎসাহী হয়ে সালাত আদায় করবে। যখন অলসতা ও ক্লান্তি অনুভব করবে, তখন বসে পড়বে (যাতে ক্লান্তি দূর হয়ে যায়), অন্য শব্দে বর্ণিত: বোধশক্তি থাকা পর্যন্ত নামায পড়বে, আর যখন ঘুম তোমাকে পরাভূত করবে, তখন ঘুমিয়ে পড়বে।
كتاب الاقتصاد
باب الاقتصاد في الأعمال
عن أنس بن مالك قال دخل رسول الله صلى الله عليه وسلم المسجد وحبل ممدود بين ساريتين (2) فقال ما هذا؟ فقالوا لزينب فإذا كسلت (3) أو فترت أمسكت به فقال حلوه ثم قال ليصل أحدكم نشاطه فإذا كسل أو فتر فليقعد (4) (وفي لفظ) لتصل ما عقلت فإذا غلبت (5) فلتنم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৮ | মুসলিম বাংলা