মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়

হাদীস নং: ১৩
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
পরিচ্ছেদ: আমলের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন
১৩. আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, এ দ্বীন শক্তিশালী ও কঠিন। তোমরা তা সহজভাবে গ্রহণ কর।
كتاب الاقتصاد
باب الاقتصاد في الأعمال
عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم أن هذا الدين متين (2) فأوغلوا فيه برفق
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৩ | মুসলিম বাংলা