মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়

হাদীস নং: ১৯
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
পরিচ্ছেদ: আমলের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন
১৯. আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা সকল কাজ সঠিকভাবে মধ্যম পন্থা অবলম্বন সহকারে এবং সহজভাবে পালন কর। তোমাদের কেউ-ই শুধু কাজের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারা বললো, আপনি নিজেও কি নন, হে আল্লাহর রাসূল (ﷺ)। তিনি বলেন, আমি নিজেও নই যতক্ষণ না আল্লাহ তাঁর রহমতের দ্বারা আমাকে ঢেকে নেন। জেনে রাখ, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল হলো যা স্থায়ী ও নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কমও হয়।
كتاب الاقتصاد
باب الاقتصاد في الأعمال
وعنها أيضا أنها كانت تقول قال رسول الله صلى الله عليه وسلم سددوا وقاربوا ويسروا فإنه لن يدخل الجنة أحدا عمله قالوا ولا انت يا رسول الله؟ قال ولا أنا إلا أن يتغمدني الله عز وجل رحمة واعلموا أن احب العمل إلى الله عز وجل أدومه وإن قل
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৯ | মুসলিম বাংলা