মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
হাদীস নং: ২৮
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
অনুচ্ছেদ: ওয়াজ বা নসিহতের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা
২৮. 'আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। আমি কাওয়ারীরী থেকে শুনেছি।(অর্থাৎ উবায়দুল্লাহ বিন উমর কাওয়ারীর) তিনি বলেন, আমাকে নসিহত করার নির্দেশ দেয়া হয়েছিল। তখন তিনি হাদীস বর্ণনা করেন। এরপর যখন তাকে অতিরিক্ত বর্ণনা করার ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি বলেন, এ ছাড়া আমার আর কিছু জানা নেই। তিনি বিরক্ত হওয়ার ভয়ে এর অতিরিক্ত বর্ণনা করেননি।
كتاب الاقتصاد
باب الاقتصاد في الموعظة
قال عبد الله سمعت القواريرى (يعني عبيد الله بن عمر القواريرى) يقول كنت أمر بناصح (يعني ابن العلاء أبو العلاء) فيحدثني فإذا سألته الزيادة قال ليس عندي غير ذا وكان ضريرا