মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
হাদীস নং: ৩০
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
অনুচ্ছেদ: জীবন যাপনের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করা
৩০. আবু দারদা (রা) নবী করিম (ﷺ) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, যে উত্তমভাবে দান করে সে জীবিকা অর্জনে হালাল পন্থা অবলম্বন করে।
كتاب الاقتصاد
باب الاقتصاد في المعيشة
عن أبي الدرداء عن النبي صلى الله عليه وسلم أنه قال من فقه الرجل (10) رفقه في معيشه