মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
হাদীস নং: ১৪
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: সাধারণভাবে আনুগত্য ও নেক আমল করার জন্য উৎসাহ প্রদান
১৪. 'উকবা ইবন আমের (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, এক ব্যক্তি যে খারাপ কাজ করে, তারপর নেক কাজ করে, তার উদাহরণ হলো ঐ ব্যক্তির মত যে এমন সংকীর্ণ বর্ম পরিধান করেছে, যাতে তার শ্বাসরুদ্ধ হওয়ার মত অবস্থা। তারপর সে যখন নেক আমল করে, তাতে একটি গিরা খুলে যায়। পুনরায় সে যখন নেক আমল করে, তাতে দ্বিতীয় গিরাটি খুলে যায় এবং শেষ পর্যন্ত বর্মটি যমীনে পড়ে যায়। (অর্থাৎ খারাপ কাজ মানুষের অন্তরকে সংকীর্ণ করে দেয়, আর যখন সে ভাল কাজ করে, তখন তার অন্তর খুলে যায় এবং সে সংকীর্ণতা থেকে প্রশস্ততার দিকে ফিরে আসে।)
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في أعمال البر والطاعة مطلقا
عن عقبة بن عامر قال قال رسول الله صلى الله عليه وسلم أن مثل الذي يعمل السيئات ثم يعمل الحسنات كمثل رجل كانت عليه درع (7) ضيقة قد خنقته (8) ثم عمل حسنة فانفكت حلقة ثم عمل حسنة أخرى فانفكت حلقة أخرى حتى تخرج إلى الأرض