মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়

হাদীস নং: ২৩
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
২৩. বারা' ইবন 'আযিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একজন মরুবাসী বেদুঈন রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললো, হে আল্লাহর রাসুল (ﷺ)। আপনি আমাকে এমন একটি আমল শিক্ষা দিন, যা আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। তখন রাসুলুল্লাহ (ﷺ) বলেন, তুমি যদি সংক্ষিপ্ত ভাষণ দাও। তাহলে প্রশ্ন থেকে দুরে থাকবে, মানুষকে মুক্ত করে দেবে, দাস মুক্ত করবে। সে বললো, হে আল্লাহর রাসুলুল্লাহ (সা)। এ দুটি বিষয় কি এক নয়? তখন (ﷺ) রাসূলুল্লাহ (সা) বলেন, না। তুমি যদি মানুষকে পূর্ণভাবে মুক্ত করার মালিক হও, তবে তাকে মুক্ত করে দেবে। আর যদি পূর্ণভাবে মুক্ত করার মালিক না হও, তাহলে তার মুক্তিতে সহযোগিতা করবে। কাকে দান করলে দুগ্ধবতী পশু দান করবে, আত্মীয়- স্বজন যদি যুলম করে, তবে তার প্রতি দয়া ও আর্থিক সহযোগিতা করবে। যদি তা করতে সমর্থ না হও, তবে ক্ষুধার্তকে খাওয়ার ব্যবস্থা করবে এবং তৃষ্ণার্তকে পানি পান করাবে আর সৎকাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য নিষেধ করবে। এতেও যদি সমর্থ না হও, তাহলে মুখ দ্বারা ভাল ব্যবহার করবে।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
عن البراء بن عازب قال جاء إعرابي إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله علمني عملا يدخلني الجنة فقال لئن كنت اقصرت الخطبة لقد اعرضت المسألة (4) اعتق النسمة (5) وفك الرقبة فقال يا رسول الله أو ليستا بواحدة؟ قال لا أن عتق النسمة أن تفرد بعتقها (6) وفك الرقبة أن تعين في عتقها (7) والمنحة الوكوف (8) والفيء على ذي الرحم الظالم فإن لم تطق ذلك فأطعم الجائع واسق الظمآن وامر بالمعروف وانه عن المنكر فإن لم تطق ذلك فكف لسانك إلا من الخير
tahqiqতাহকীক:তাহকীক চলমান