মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
হাদীস নং: ৩৮
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
৩৮. দুররা বিনতে আবু লাহাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মিম্বরের উপর থাকাবস্থায় এক ব্যক্তি তাকে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, হে আল্লাহর রাসূল (ﷺ)। কোন মানুষ উত্তম? তিনি জবাব দিলেন, উত্তম ব্যক্তি হলো তারা, যারা পড়াশুনা করে এবং আল্লাহকে ভয় করে এবং সৎকাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয় এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
وعن درة بنت أبي لهب قالت قام رجل إلى رسول الله صلى الله عليه وسلم وهو على المنبر فقال يا رسول الله أي الناس خير؟ فقال صلى الله عليه وسلم خير الناس أقرؤهم وأتقاهم وآمرهم بالمعروف وأنهاهم عن المنكر وأوصلهم للرحم