মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়

হাদীস নং: ৪৫
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
৪৫. আবু তামীমা (রা) থেকে বর্ণিত। তাঁর গোত্রের জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসে, অথবা সে বললো, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখতে পেলাম, এ সময় এক ব্যক্তি এসে বললো, তুমি কি আল্লাহর রাসুল? অথবা বললো, তুমি কি মুহাম্মদ? তিনি বললেন, হ্যাঁ সে বললো, বিপদে কাকে ডাকব? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এক আল্লাহকে ডাকবে। তুমি যদি কোন বিপদে পড়, তখন তাঁকে ডাকবে। তিনি তোমার বিপদ দূর করে দিবেন। যখন কোন বছর শুষ্কতা শুরু হয়, তখন তাঁর কাছে চাবে, তিনি তোমাদের জন্য উদ্ভিদ উৎপন্ন করে দিবেন। যে ব্যক্তি নির্জন মরুভূমিতে অবস্থান করে এবং তার প্রয়োজনীয় জিনিস হারিয়ে ফেলে, তাঁর কাছে চাইলে তিনি তা ফিরিয়ে দিবেন। এসব কথা শুনে এক ব্যক্তি ইসলাম গ্রহণ করে। এরপর সে বলে, হে আল্লাহর রাসূল (সা)। আমাকে উপদেশ দিন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তার উদ্দেশ্যে বললেন, কোন জিনিসকে গালি দিবে না, অথবা কাউকে (রাবী সন্দেহে পড়েছেন)। সে বলল, এ অসিয়ত শুনার পর থেকে আমি আমার উট ও বকরীকে কখনও গালি দেইনি। তুমি ভাল কাজের জন্য কোন জিনিসকে তুচ্ছ মনে করবে না, যদিও সেটা তোমার ভাইয়ের সাথে কথা বলার জন্য তোমার চেহারা প্রদর্শন করাও হয়। তুমি পানি পানকারীর পাত্র ভরে দেওয়ার জন্য তোমার বালতি খালি রাখবে। নেসফ সাকের সামান্য নীচে কাপড় পরবে, যদি এটা স্বীকার কর, তাহলে পায়ের গীট পর্যন্ত। সাবধান! তোমার ইজার বা পায়জামা নীচের দিকে ঝুলিয়ে দিবে না, এটি অহঙ্কারীর কাজ। আর আল্লাহ অহংকারীকে ভালবাসেন না।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
وعن أبي تميمة عن رجل من قومه (4) أنه أتى رسول الله صلى الله عليه وسلم أو قال شهدت رسول الله صلى الله عليه وسلم وأتاه رجل فقال أنت رسول الله أو قال أنت محمد؟ فقال نعم قال فإلام تدعو؟ قال أدعو إلى عبادة الله وحده من إذا كان بك ضر فدعوته كشفه عنك ومن إذا أصابك عام سنة (1) فدعوته أنبت لك ومن إذا كنت في أرض قفر فأضللت (2) فدعوته رد عليك قال فاسلم الرجل ثم قال أوصني يا رسول الله فقال له لا تسبن شيئا أو قال أحدا شك الحكم (أحد الرواة) قال فما سببت شيئا بعيرا ولا شاة منذ أوصاني رسول الله صلى الله عليه وسلم ولا تزهد في المعروف (3) ولو ببسط وجهك إلى أخيك وأنت تكلمه وأفرغ من دلوك في إناء المستسقي واتزر إلى نصف الساق فإن أبيت فإلى الكعبين وإياك واسبال الأزرار قال فإنها من المخيلة والله لا يحب المخيلة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৪৫ | মুসলিম বাংলা