মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ অধ্যায়
হাদীস নং: ৪০
সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ অধ্যায়
সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ
পরিচ্ছেদ: এ সম্পর্কে যেসব ফযিলত রয়েছে তার প্রতি উৎসাহ প্রদান
পরিচ্ছেদ: এ সম্পর্কে যেসব ফযিলত রয়েছে তার প্রতি উৎসাহ প্রদান
৪০. আবূ উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসে। যখন তিনি জামরাতুল উলাতে পাথর মারছিলেন। সে রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করলো: হে আল্লাহর রাসূল (ﷺ)। কোন জিহাদ। আল্লাহর নিকট অধিক উত্তম? তিনি তাকে কিছু না বলে নীরব থাকলেন, তারপর তিনি দ্বিতীয় জামরায় কংকর নিক্ষেপ করলে সে ব্যক্তি পুনরায় একই প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল (ﷺ)। আল্লাহর নিকট কোন জিহাদ উত্তম? বর্ণনাকারী বলেন, রাসূল (ﷺ) এবার ও চুপ থাকলেন। আর রাসূল (ﷺ) তৃতীয়বার জামরাতে কংকর নিক্ষেপ করলে সে পুনরায় একই প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল (ﷺ)! আল্লাহর নিকট কোন জিহাদ সবচেয়ে উত্তম? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, জালিম শাসকের সামনে সত্য কথা বলা উত্তম জিহাদ। মুহাম্মদ ইবনে হাসান (র) তার হাদীসে বলেন, হাসান (রা) বলেছেন, যালিম ইমাম।
كتاب الأمر بالمعروف والنهي عن المنكر
كتاب الأمر بالمعروف والنهي عن المنكر
باب الترغيب فيه وما جاء في فضله وثواب فاعله
باب الترغيب فيه وما جاء في فضله وثواب فاعله
عن أبي أمامة قال أتى رجل رسول الله صلى الله عليه وسلم وهو يرمي الجمرة فقال يا رسول الله أي الجهاد أحب إلى الله عز وجل؟ قال فسكت عنه حتى إذا رمى الثانية عرض له فقال يا رسول الله اي الجهاد أحب إلى الله عز وجل؟ قال فسكت عنه ثم مضى رسول الله صلى الله عليه وسلم حتى اذا اعترض في الجمرة الثالثة عرض له فقال يا رسول الله أي الجهاد أحب إلى الله عز وجل؟ قال كلمة حق تقال لامام جائر قال محمد بن الحسن (6) في حديثه وكان الحسن يقول لامام ظالم