মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ অধ্যায়

হাদীস নং: ৪২
সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ অধ্যায়
পরিচ্ছেদ: এ সম্পর্কে যেসব ফযিলত রয়েছে তার প্রতি উৎসাহ প্রদান
৪২. 'আবদুর রহমান ইবন হাদরমী (রা) থেকে বর্ণিত। তিনি বলন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছ থেকে শুনে আমাকে সংবাদ দিয়েছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার উম্মতের শক্তিশালী একটি দ্বীনি দলকে প্রথম যুগের সাহাবাদের সমতুল্য পুরস্কার প্রদান করা হবে, যারা অসৎ কাজে নিষেদ করেছে, (অর্থাৎ তারা আল্লাহ ছাড়া কারোর সমালোচনাকে ভয় করেনি।)
ইমাম মাহমুদ ব্যতিত এই হাদীসটি কেউ উল্লেখ করেননি।
كتاب الأمر بالمعروف والنهي عن المنكر
باب الترغيب فيه وما جاء في فضله وثواب فاعله
عن عبد الرحمن بن الحضري قال أخبرني من سمع النبي صلى الله عليه وسلم يقول ان من امتي قوما (2) يعطون مثل اجور أو لهم (3) ينكرون المنكر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৪২ | মুসলিম বাংলা