মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ অধ্যায়

হাদীস নং: ৫৪
সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ অধ্যায়
পরিচ্ছেদ: সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধের দায়িত্ব পালন না করলে প্রত্যেক জাতি ধ্বংস হবে
৫৪. 'আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বনি ইসরাঈলরা যখন পাপ কাজে লিপ্ত হয়, তাদের 'আলিমগণ তাদেরকে এ থেকে বিরত থাকতে বলে, কিন্তু তারা বিরত হলো না। এ সময় আলিমগণ তাদের মজলিসে বসতো। য়াযীদ ইবনে হারুন বলেন, আমার ধারণা তিনি বলেছেন, তাদের সাথে বাজারে বসতো এবং খাওয়া দাওয়া ও পানাহার করতো। এরপর আল্লাহ্ তাদের অন্তরকে পরস্পরের সাথে মিলিয়ে দেন, ফলে 'আলিমরাও পাপে লিপ্ত হয়ে পড়ে। তখন আল্লাহ্ তাদেরকে দাউদ ও ইসা ইবনে মরিয়মের মুখ দিয় অভিশাপ দেন। কেননা, তারা বিদ্রোহী হয়ে গিয়েছিল এবং খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) হেলান দেয়া অবস্থা থেকে সোজা হয়ে বসে বললেন, কখন ও নয়, সেই সত্তার শপথ! যাঁর হাতে আমার প্রাণ! তোমরা তাদেরকে অর্থাৎ জালিমদেরকে হাত ধরে টেনে এনে হকের উপর প্রতিষ্ঠিত না করা পর্যন্ত মুক্তি পাবে না।
كتاب الأمر بالمعروف والنهي عن المنكر
باب هلاك كل أمة لم تقم بهذا الواجب
عن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم لما وقعت بنو اسرائيل في المعاصي نهتهم علماؤهم فلم ينتهوا فجالسهم في مجالسهم قال يزيد (10) احسبه قال وأسواقهم وواكلوهم وشاربوهم فضرب الله قلوب بعضهم ببعض ولعنهم على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون وكان رسول الله صلى الله عليه وسلم متكئا فجلس فقال والذي نفسي بيده حتى تأطروهم (1) على الحق أطرا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৫৪ | মুসলিম বাংলা