মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ অধ্যায়

হাদীস নং: ৫৬
সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ অধ্যায়
পরিচ্ছেদ: সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধের দায়িত্ব পালন না করলে প্রত্যেক জাতি ধ্বংস হবে
৫৬. মুনযির ছাওরী (র) হাসান ইবন মুহাম্মদ (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, জনৈক আনসারী নারী আমার নিকট বর্ণনা করেছেন এবং সে এখন ও জীবিত আছে। তুমি যদি চাও, তাহলে তোমাকে তার নিকট পাঠাতে পারি। বরং তুমি আমাকে হাদীস বর্ণনা কর। বর্ণনাকারী বললো, একদা আমি উম্মে সালমা (রা)-এর নিকট প্রবেশ করলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর নিকট রাগান্বিত অবস্থায় প্রবেশ করেন, সে সময় আমি উড়নাচ্ছাদিত হয়ে তাঁর থেকে লুকিয়ে থাকলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) এমন কথা বলেন, যা আমি বুঝতে পারি নি। আমি বললাম, হে উম্মুল মুমেনিন, মনে হয় যেন আমি রাসূল (ﷺ)-কে রাগান্বিত অবস্থায় প্রবেশ করতে দেখলাম। তিনি বললেন, হ্যাঁ। তিনি যা বলেছেন, তুমি কি তা শুননি? আমি বললাম, তিনি কি বলেছেন? তিনি বলেছেন, যমীনে যখন মন্দ কাজ প্রসার লাভ করে আর মানুষ যদি তাতে নিষেধ না করে, তাহলে আল্লাহ যমীনের অধিবাসীদের শাস্তি দিয়ে থাকেন। উম্মে সালমা (রা) বললেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল। সেখানে তো নেককার লোকেরা ও বসবাস করে। তিনি বললেন, হ্যাঁ, যদি নেককার লোক ও থাকে তারাও অন্যান্য মানুষের মত শান্তি পাবে। এরপর আল্লাহ্ তা'আলা তাদেরকে ক্ষমা ও সন্তুষ্টির সাথে মৃত্যু দান করবেন। অথবা বলেছেন, তিনি তাদের সন্তুষ্টি ও ক্ষমার সাথে মৃত্যু দিবেন।
كتاب الأمر بالمعروف والنهي عن المنكر
باب هلاك كل أمة لم تقم بهذا الواجب
عن منذر الثوري عن الحسن بن محمد قال حدثتني امرأة من الانصار هي حية اليوم ان شئت ادخلتك عليها قلت لا حدثني قال دخلت على أم سلمة فدخل عليها رسول الله صلى الله عليه وسلم كانه غضبان فاستترت منه بكم درعى فتكلم بكلام لم أفهمه فقلت يا أم المؤمنين كأني رأيت رسول الله صلى الله عليه وسلم دخل وهو غضبان فقالت نعم أو ما سمعت ما قال؟ قلت وما قال؟ قالت قال ان الشر اذا فشا في الأرض فلم يتناه (5) عنه أرسل الله عز وجل بأسه على أهل الأرض قالت قلت يا رسول الله وفيهم الصالحون قال نعم وفيهم الصالحون يصيبهم ما أصاب الناس ثم يقبضهم الله عز وجل إلى مغفرته ورضوانه أو إلى رضوانه ومغفرته
tahqiqতাহকীক:তাহকীক চলমান