মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ অধ্যায়

হাদীস নং: ৫৮
সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ অধ্যায়
পরিচ্ছেদ: সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধের দায়িত্ব পালন না করলে প্রত্যেক জাতি ধ্বংস হবে
৫৮. 'আবদুল্লাহ ইবন 'আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, কিয়ামত কায়েম হবে না, যতক্ষণ যমীন থেকে ভাল ও দ্বীনদার লোকদের উঠিয়ে নেওয়া হবে। তারপর যমীনে হীনতর ও নিকৃষ্টতর লোকেরা অবস্থান করবে, তারা ভাল কাজ সম্পর্কে জ্ঞাত থাকবে না এবং অসৎ কাজ থেকে নিষেধও করবে না।।
كتاب الأمر بالمعروف والنهي عن المنكر
باب هلاك كل أمة لم تقم بهذا الواجب
وعنه أيضا قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يأخذ الله شريطته (3) من أهل الأرض فيبقى فيها عجاجة (4) لا يعرفون معروفا ولا ينكرون منكرا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৫৮ | মুসলিম বাংলা