আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২২- ওমরার অধ্যায়
হাদীস নং: ১৬৬৪
আন্তর্জাতিক নং: ১৭৭৯
- ওমরার অধ্যায়
১১১৪. নবী (ﷺ) কতবার উমরা করেছেন
১৬৬৪। আবুল ওয়ালীদ হিশাম ইবনে আব্দুল মালিক (রাহঃ) ......... কাতাদা (রাহঃ) থেকে বর্ণিত যে, আমি আনাস (রাযিঃ) কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, নবী (ﷺ) একবার উমরা করেছেন যখন তাঁকে মুশরিকরা ফিরিয়ে দিয়েছিল। তার পরবর্তী বছর ছিল হুদায়বিয়ার (চুক্তি অনুযায়ী) উমরা, (তৃতীয়) উমরা (জী'রানা) যিলকদ মাসে আর হজ্জের মাসে অপর একটি উমরা করেছেন।
أبواب العمرة
باب كَمِ اعْتَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم
1779 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ هِشَامُ بْنُ عَبْدِ المَلِكِ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ: سَأَلْتُ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: «اعْتَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيْثُ رَدُّوهُ، وَمِنَ القَابِلِ عُمْرَةَ الحُدَيْبِيَةِ، وَعُمْرَةً فِي ذِي القَعْدَةِ، وَعُمْرَةً مَعَ حَجَّتِهِ» ،