কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৮. রোযার অধ্যায়
হাদীস নং: ২৩৭১
আন্তর্জাতিক নং: ২৩৭৯
রোযার অধ্যায়
২২৪. নিদ্রা যাওয়ার সময় সুরমা ব্যবহার।
২৩৭১. মুহাম্মাদ ইবনে উবাইদুল্লাহ্ ..... আল্ আ‘মাশ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আমাদের সাথীদের মধ্যে কাউকেও রোযা থাকাবস্থায় সুরমা ব্যবহারে আপত্তি করতে দেখিনি এবং রাবী ইবরাহীম রোযাদারের জন্য বিশেষভাবে ‘সিবর’ জাতীয় সুরমা ব্যবহার করতে অনুমতি দিতেন।
كتاب الصوم
باب فِي الْكَحْلِ عِنْدَ النَّوْمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْمُخَرِّمِيُّ، وَيَحْيَى بْنُ مُوسَى الْبَلْخِيُّ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى بْنُ عِيسَى، عَنِ الأَعْمَشِ، قَالَ مَا رَأَيْتُ أَحَدًا مِنْ أَصْحَابِنَا يَكْرَهُ الْكَحْلَ لِلصَّائِمِ وَكَانَ إِبْرَاهِيمُ يُرَخِّصُ أَنْ يَكْتَحِلَ الصَّائِمُ بِالصَّبِرِ .
বর্ণনাকারী: