কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৯. জিহাদের বিধানাবলী
হাদীস নং: ২৫৩৮
আন্তর্জাতিক নং: ২৫৪৬
জিহাদের বিধানাবলী
৩১৫. ঘোড়ার যেসব রং প্রিয়।
২৫৩৮. মুসা ইবনে মারওয়ান আররুকী .... আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত। রাসূলূল্লাহ্ (ﷺ) মাদী ঘোড়াকে ফার্স (فرس) নামে আখ্যায়িত করতেন।
كتاب الجهاد
باب فِيمَا يُسْتَحَبُّ مِنْ أَلْوَانِ الْخَيْلِ
حَدَّثَنَا مُوسَى بْنُ مَرْوَانَ الرَّقِّيُّ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ أَبِي حَيَّانَ التَّيْمِيِّ، حَدَّثَنَا أَبُو زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، : أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُسَمِّي الأُنْثَى مِنَ الْخَيْلِ فَرَسًا .