কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৯. জিহাদের বিধানাবলী

হাদীস নং: ২৬৮৯
আন্তর্জাতিক নং: ২৬৯৮
জিহাদের বিধানাবলী
২৯. যদি শত্রুপক্ষ মুসলমানদের নিকট হতে কোন সম্পদ ছিনিয়ে নেয় এবং পরে তা তার মালিক মালে- গনিমত হিসাবে পায়।
২৬৮৯. সালেহ ইবনে সুহাঈল (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। একবার ইবনে উমর (রাযিঃ) এর নিকট গোলাম পালিয়ে কাফিরদের কাছে চলে যায়। অতঃপর মুসলমানরা তাদের উপর বিজয়ী হলে রাসূলুল্লাহ্ (ﷺ) সে গোলামকে ইবনে উমর (রাযিঃ) এর নিকট ফিরিয়ে দেন এবং তাকে মালে-গনিমত হিসাবে বণ্টণ করেননি।
كتاب الجهاد
باب فِي الْمَالِ يُصِيبُهُ الْعَدُوُّ مِنَ الْمُسْلِمِينَ ثُمَّ يُدْرِكُهُ صَاحِبُهُ فِي الْغَنِيمَةِ
حَدَّثَنَا صَالِحُ بْنُ سُهَيْلٍ، حَدَّثَنَا يَحْيَى، - يَعْنِي ابْنَ أَبِي زَائِدَةَ - عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ غُلاَمًا، لاِبْنِ عُمَرَ أَبَقَ إِلَى الْعَدُوِّ فَظَهَرَ عَلَيْهِ الْمُسْلِمُونَ فَرَدَّهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى ابْنِ عُمَرَ وَلَمْ يُقْسَمْ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)