কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৯. জিহাদের বিধানাবলী

হাদীস নং: ২৬৯৪
আন্তর্জাতিক নং: ২৭০৩
জিহাদের বিধানাবলী
৩২. শত্রুদের খাদ্যশস্য কম থাকলে তা লুটপাট না করা সম্পর্কে।
২৬৯৪. সুলাইমান ইবনে হারাব (রাহঃ) ....... আবু লবীদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা কাবুল অভিযানে আব্দুর রহমান ইবনে সামুরার সাথী ছিলাম। লোকেরা সেখানে যে গনিমতের মাল পায়, তা নিজেরা লুট করে নেয়। তখন তিনি (আব্দুর রহমান) দাঁড়িয়ে বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলতে শুনেছিঃ তিনি গনিমতের মাল বণ্টণ করার আগে তা লুট করতে নিষেধ করেছেন। (একথা শুনে) তারা যা নিয়েছিলেন, তা ফিরিয়ে দিল। তখন তিনি (আব্দুর রহমান) তা তাদের মাঝে বণ্টণ করে দিলেন।
كتاب الجهاد
باب فِي النَّهْىِ عَنِ النُّهْبَى، إِذَا كَانَ فِي الطَّعَامِ قِلَّةٌ فِي أَرْضِ الْعَدُوِّ
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، - يَعْنِي ابْنَ حَازِمٍ - عَنْ يَعْلَى بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي لُبَيْدٍ، قَالَ كُنَّا مَعَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ بِكَابُلَ فَأَصَابَ النَّاسُ غَنِيمَةً فَانْتَهَبُوهَا فَقَامَ خَطِيبًا فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَنْهَى عَنِ النُّهْبَى . فَرَدُّوا مَا أَخَذُوا فَقَسَمَهُ بَيْنَهُمْ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান